কিশোরগঞ্জ শহরের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলোর ২১ বছর ফুর্তি অনুষ্ঠান ২২ জুন কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়।
দিনের শুরুতে জেলা শিল্পকলা একাডেমিতে সকালে ফিতা কেটে অনুষ্টানের উদ্ভোধন করেন জেলা পরিষদের চেয়্যারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.মোঃ জিল্লুর রহমান, সাথে প্রধান অতিতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যুগ্নসাধারন সম্পাদক মেজর (অবঃ) মোঃ নাসিমুল হক। ফিতা কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোরের আলো সাহিত্য আসরের সাধারন সম্পাদক ও সাংবাদিক আমিনুল হক সাদীর সঞ্চলনায় ও সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদ্ধোধনের পরপরই বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমিতে সবাই মিলিত হন। অনুষ্ঠানে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।সংগঠনের প্রসার ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আব্দুল ওয়াহাব ও হীরা মিয়া সহ দুজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা, পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক হাজী মোহাম্মদ আবু সাঈদের অক্লান্ত চেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন কবি সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে শেষ করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা এবং যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী রেজাউল হাবীব রেজা কে রাষ্ট্রিয় পদক দেয়ার জন্য অনুষ্ঠানে বক্তরা দাবী করেন।
ফূর্তির জায়গায় পূর্তি হবে