সরকারি সহযোগিতার দাবিতে পীরগঞ্জে আমচাষিদের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা মাহামারি ও লকডাউনে ক্ষতিগ্রস্ত আম চাষিদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে পীরগঞ্জ আমবাগান সমিতি নামের একটি সংগঠন। বুধবার (৩০ জুন) দুপুর ১২ টার সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পীরগঞ্জ আম বাগান সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আমবাগান সমিতির সভাপতি আবু জাহেদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর সভার মেয়র একরামুক হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। মানববন্ধনে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত আম বাগান মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আম বাগান সমিতির নেতারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।