সংবাদ শিরোনাম ::
মারা গেলেন জল্লাদ শাহজাহান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের আলোচিত জল্লাদ শাহজাহান ভূইয়া মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ২৬ আসামির ফাঁসি কার্যকর করা সেই জল্লাদ শাহজাহান গতকাল আজ ভোরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে থেকে শাহজাহানকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আজম ভূঁইয়া শাহজাহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।